বলিউডের শিক্ষক তিনি
১৯৪৩ সালের ঘটনা। ছেলেটির বয়স তখনো ২১ হয়নি। ছেলেটির বাবা লালা গোলাম সরোয়ার তাকে ফলের দোকানে বসিয়ে দিলো। ছেলেটি দিব্বি ফল বিক্রি করছিলো।
একদিন দোকানে এলো "বম্বে টকিজ" এর মালিকানাধীন অভিনেত্রী দেবিকা রানী। ছেলেটিকে বম্বে টকিজে এসে দেখা করতে বললো। ছেলেটি তেমন পাত্তা দিলোনা মেয়েটিকে। বড়লোকের বেয়াড়া মেয়ে হিসেবে এলাকার সবাই চিনতো। “দোকান ছেড়ে গেলে বাবা রাগ করবে। ব্যাবসার ক্ষতি হবে।” এই কথা বলে এড়িয়ে যেতে চাইলো ছেলেটি।
মেয়েটি জানতে চাইলো, "দিনে কত রুপি কামাই হয়"? ৫ রুপি, ছেলেটির জবাব। মেয়েটি ১০ রুপি দিয়ে বললো, “তোমার কয়েকটি ছবি নিয়ে কাল বম্বে টকিজ-এ দেখা করো”।
দেখা করার জন্য ১০ রুপি পেয়ে ছেলেটি মহা খুশি। পরদিন অফিসে গিয়ে জানতে পারলো, তাকে নিয়ে সিনেমা বানাতে চায়। কিন্তু ছেলেটি এর আগে কখনও কোনও সিনেমা, স্যুটিং, অভিনয় দেখেনি। কিছু না জেনেই সে বললো, “অভিনয় করতে সমস্যা নাই, তবে আমার দোকান বন্ধ থাকলে ক্ষতি হবে”।
মেয়েটি বললো, “তুমি মাসে কত রুপি ইনকাম করো”? ১৫০-২০০ রুপি- ছেলেটি একটু বাড়িয়ে বললো। মেয়েটি তখন বললো, “তোমাকে যদি মাসে ৪০০ রুপি দেই, তাহলে অভিনয় করবে”? ৪০০ রুপির কথা শুনে ছেলেটি লাফ দিয়ে রাজি হলো।
কিন্তু শর্ত দিলো তার নাম বদলাতে হবে। কারণ, বাড়িতে জানতে পারলে তাকে অভিনয় করতে দিবেনা। রাজি হয়ে গেলো, বম্বে টকিজ এর স্বত্তাধিকারীরা। ১ম সিনেমা ১৯৪৪ সালে “জোয়ার ভাটা” মুক্তি পেলো।
ছেলেটির আসল নাম মুহম্মদ ইউসুফ খান। সিনেমার জগতে যাকে আমরা দিলিপ কুমার নামে চিনি। ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম নেয়া এই কিংবদন্তি অভিনেতা ৯৮ বছর বয়সে ২০২১ সালে মারা যান!




কোন মন্তব্য নেই