যে ২টি মুভি করে শাহরুখ হয়েছে বাদশাহ
১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খানের জীবনের টার্নিং মুভি Baazigar এবং Darr. কিন্তু মুভি দুটিতে প্রথমে শাহরুখ খানের অভিনয় করার কথা ছিলোনা। 1992-তে অক্ষয় কুমারের #খিলাড়ী সুপার হিট হবার পর ডিরেক্টর আব্বাস মাস্তান অক্ষয়কে নিয়ে বাজিগর নির্মান করতে চেয়েছিলেন। আবার Yash Chopra 1992-তে তার পরম্পরা সিনেমায় আমির খানের অভিনয়ে মুগ্ধ হয়ে ডর সিনেমা নির্মান করতে চান।
কিন্তু অক্ষয় কুমার বাজিগর মুভির খলনায়ক চরিত্রটি পছন্দ করেনি, তার হিরো ইমেজ নষ্ট হবার ভয়ে! এরপর সালমান খান, অনিল কাপুরও একই ইস্যুতে মুভিটি করতে অস্বীকৃতি জানায়! এতে ডিরেক্টর মনোক্ষুন্ন হলে, অনিল কাপুর পরামর্শ দেন, এমন কাউকে নিতে যার কোনও ইমেজ তৈরী হয় নি! তখন ডিরেক্টর শাহরুখ খানকে প্রস্তাব দিলে সে রাজি হয়!
আর ডর মুভিতে প্রথমে সানি দেওল, দিব্যা ভারতী ও আমির খান ছিলো! পরে আমির (মাতব্বরি করে) দিব্যাকে বাদ দিয়ে জুহিকে নিতে বলে! ডিরেক্টর তার কথা শোনে! এদিকে মুভির "জাদু তেরী নাজার" গানটি গায়ক উদিৎ নারায়নকে দিয়ে আমির খানের স্টাইলে তৈরী করে নিয়েছিলেন, (গানটি ঠিক মত মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, সেটি শাহরুখ খানের চেয়ে আমিরের কন্ঠে মানাতো)। এরপর স্ক্রিপ্টে মাতব্বরি করতে চায় আমির খান! শেষ দৃশ্যে সানির সাথে সমান তালে মারামারি করতে চায় আমির। এতে চটে যান ইয়াশ চোপড়া! এবং একপ্রকার অর্ধচন্দ্র দিয়ে আমিরকে বিদায় করে শাহরুখ খানকে প্রস্তাব দিলে, যথারীতি হাতে আকাশের চাঁদ পেয়ে যায় শাহরুখ খান! আজ যদি ছবি দুটি অক্ষয় কুমার ও আমির খান করতো তাহলে হয়তো, এই শাহরুখ খানকে আমরা কখনোই দেখতে পেতাম না।
Moral : সুযোগ বারবার আসে না! আর কোনটি সুযোগ সেটি বুঝে সুযোগের সদ্বব্যবহার করতে পারাটাও অনেক বড় বিচক্ষণতার পরিচয়! আমির, অক্ষয় সেটি বোঝেনি! শাহরুখ বুঝতে পেরে কোনও মাতব্বুরি না করে মুভি দুটি করে ইতিহাস তৈরী করেছে!



কোন মন্তব্য নেই