Header Ads

ARRIVAL(2016) মুভির গল্প

এলিয়েন রিলেটেড বহু মুভি আছে। প্রায় সবগুলোতেই এলিয়েন পৃথিবীতে হামলা করেছে, বা মানুষ এলিয়েনদের উপর হামলা করেছে এই টাইপের কাহিনী। কিন্তু একটা ব্যাতিক্রম ধর্মী এলিয়েন রিলেটেড মুভি এই ARRIVAL.

মুল প্লটঃ পৃথিবীর বিভিন্ন যায়গায়/দেশে ১২ টি এলিয়েন UFO এসেছে।কিন্তু তারা কোনো হামলা করছেনা,কোনো আক্রমনাত্মক মনোভাব ও লক্ষ্য করা যায়নি।তাই প্রত্যেক দেশই তাদের(এলিয়েন) সাথে যোগাযোগের চেষ্টা করে।কিন্তু তাদের ভাষা ছিলো সম্পূর্ন  আলাদা যা পৃথিবীর মানুষের জন্য বোঝা প্রায় অসম্ভব।তাই সরকার সিদ্ধান্ত নেয় অভিজ্ঞদের দের সাহায্য জানার চেষ্টা করবে কি বলতে চাচ্ছে তারা(এলিয়েন)।এখান থেকেই মুলত কাহীনির শুরু।এই ভাষার মানে জানার জন্য Dr. Louise Banks যে একজন ভাষাবিদ এবং Ian donnelly যে একজন ম্যাথমেটিশিয়ান এই দুইজন কে কাজ দেয়া হয়। 

মুভির শুরুতেই দেখায় যে Dr. louise banks তার মেয়েকে জন্মদেয় এবং সে মেয়ে বড় হয়ে ক্যান্সার এ আক্রান্ত হয়ে মারা যায়।আসলে এই সিন টা হলো তার ভবিষ্যৎ।পরিচালক এমন ভাবে দেখিয়েছে যে আপনার মনে হবে এটাই বর্তমান।এবং এরপরের কয়েকটা মিনিট মনে হবে সে তার মেয়েকে হারিয়ে একাই একটি বাড়িতে বসবাস করছে।কিন্তু না,ব্যাপার টা মোটেও এমন না,তখনো তার বিয়েই হয়নি।(মুভি দেখার পর মূল স্বাদ টা পাবেন)

সরকারী কর্মকর্তা রা এলিয়েনদের পৃথিবীতে আসার উদ্দেশ্য জিজ্ঞাসা করার পর এলিয়েনরা উত্তর দেয় ঠিকই কিন্তু তা সাধারন মানুষের পক্ষে বুঝা সম্ভব না।এতে এমেরিকান সেনাবাহীনির কর্নেল Dr. louise banks নামক একজন বিজ্ঞ ভাষাবিদ কে এ শব্দগুলোর ব্যাখ্যা করতে বলেন।কিন্ত তা তো সম্ভব না কারন এমন শব্দ কোন মানুষই এর আগে শুনেনি। Dr. Louise banks বলেন তাকে সেখানে নিয়ে যেতে হবে।এর পর তিনি তা বুঝার চেষ্টা করবেন।কর্নেল তাদের দুইজনকে(Louise & Ian) সেখানে নিয়ে যান।তারা দুজনই তাদের মত কাজ করতে থাকেন।এবং এলিয়েনদের সাথে বিভিন্ন ভাবে কথোপকথনের চেষ্টা করেন এবং তাদের ভাষা বুঝার চেষ্টা করেন।সব দেশের বিজ্ঞানীরাই কিন্তু চেষ্টা চালাচ্ছেন এলিয়েনদের ভাষা গুলো ব্যাখ্যা করার জন্য।সব দেশের মিলিত চেষ্টায় তারা কিছু ভাষা বুঝতে পেরেছিল।

এরই মধ্যে Dr. louise বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করে। আসলে এসব কোনটাই স্বপ্ন ছিলনা সেগুলো ছিলো তার ভবিষ্যত।এই জিনিস টা প্রথমে বুঝতেই পারছিলাম না যে কিভাবে সে তার ভবিষ্যত দেখতে পায়? পরে বিভিন্ন মাধ্যমে ঘাটাঘাটি করে জানতে পারলাম এলিয়েন দের ভাষা নিয়ে কাজ করার  মাধ্যমে এলিয়েন দের মস্তিষ্কের মতো তার মস্তিষ্ক কাজ করছে।অর্থাৎ উক্ত এলিয়েনদের মতো সেও তার অতীত,বর্তমান,ভবিষ্যত একসাথে দেখতে পারছে।এখন প্রশ্ন হচ্ছে একই সাথে Ian ও কিন্তু Banks এর সাথে ভাষা গুলো নিয়ে কাজ করছে কিন্তু  সে কেনো তার ভবিষ্যত দেখতে পাচ্ছেনা? প্রশ্নটার উত্তর আমি নিজেও খোজার চেষ্টা করেও পারিনি।আরো একটা জিনিস লক্ষ্য করার মত বিষয় যে সে দেখতে পায় যে তার একটি মেয়ে হবে এবং সে ভবিষ্যতে মারা যাবে এবং তার স্বামীও তাকে ছেড়ে চলে যাবে।সে সব জানা সত্বেও কিন্তু সেই ভুলটাই করে।সে চাইলেই তার ভবিষ্যত পরিবর্তন করতে পারতো।হয়তো সে ভবিষ্যত দেখতে পারে ঠিকই কিন্তু তা পরিবর্তন করা সম্ভব না।

এবার আসি মুভি এন্ডিং এবং এলিয়েনদের উদ্দেশ্য নিয়েঃ-মূলত এলিয়েন গুলো পৃথিবীর মানুষেকে তাদের ভাষা শিখানোর জন্য এসেছে।কারন আজ থেকে ৩০০ বছর পর এলিয়েন দের কোন কারনে মানুষদের সাহায্যের প্রয়োজন পড়বে। সাহায্যের দরকার কেনো পড়বে তা মুভিতে দেখানো হয়নি।আর এলিয়েন গুলো তাদের অতীত , বর্তমান , ভবিষ্যত সব এক সাথে দেখতে পায়।এতেই হয়তো তারা দেখতে পেরেছে যে ভবিষ্যতে তাদের মানুষদের সাহায্যের প্রয়োজন পড়বে।

মুভির সবচেয়ে ভালো লাগার বিষয় গুলোর মধ্যে সচরাচর যেসব এলিয়েন নিয়ে মুভি আমরা দেখি সবগুলোতেই দেখানো হয় এলিয়েন রা হুলস্থূল ইংরেজী পারে।মানে তাদের ভাষাও ইংরেজী।কিন্তু মুভিতে এই জিনিষ টা দেখানো হয়নি।এলিয়েনদের নিজেদের একটি ভাষা রয়েছে।সম্পুর্ন ইউনিক একটা ব্যাপার। আমাদের গ্র‍্যাভিটির তুলনার এলিয়েন দের UFO তে গ্রাভিটি পুরো উল্টো। অর্থাৎ গ্রাভিটি টা এমন যে পৃথিবী থেকে আকাশের দিকে হেটে যেতে পারবেন।

কোন মন্তব্য নেই

Popular Posts

Featured Post

টাইটানিক কি সত্যিই ডুবেছিলো!

  টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান White Star Line ১৯০৭ সালে ৩টি বিলাশবহুল সুপার লাইনার তৈরীর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ...

Blogger দ্বারা পরিচালিত.