Header Ads

"E.T." বা "ALIEN" গল্পটি কার?


হৃতিক রোশানের অভিনীত এবং বাবা রাকেশ রোশন পরিচালিত “কোয়ি মিল গ্যয়া” সিনেমা প্রায় সবাই দেখেছেন। যারা সিনেমার পোকা, তারা হয়তো জানেন, এই সিনেমাটা বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ এর E.T. সিনেমা হতে নকল করা হয়েছে। কিন্তু শুনে অবাক হবেন, এই E.T. গল্পটিও চুরি করা!

ভারতের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে হলিউডে সিনেমা বানানোর প্রস্তাব দেওয়া হলে তিনি "ALIEN" নামের একটি গল্প লিখেন। ১৯৬৫ সালের দিকে লন্ডনে বিখ্যাত কল্পকাহিনী লেখক আর্থার সি. ক্লার্ক (Arther C. Clarke) এর সাথে এক সাক্ষাতে সত্যজিৎ হঠাৎ তাঁর "ALIEN" গল্পের কথা আলাপ করেন। চমকপ্রদ এই প্লটটি পেয়ে ক্লার্ক যোগাযোগ করেন তার বন্ধু এবং শ্রীলংকা ভিত্তিক প্রযোজক মাইক উইলসন (Mike Wilson) এর সাথে। মাইক এই কথা শুনে এতে প্রচন্ড আগ্রহ দেখান এবং যথাসম্ভব দ্রুত কলকাতায় উড়ে যান এবং সত্যজিৎ এর সাথে যোগ দেন।

কিছুদিনের মধ্যে তারা দুজনে "দি এলিয়েন" নামে একটি হলিউড ব্লকবাস্টার এর সম্ভাবনাময় চিত্রনাট্য লিখে ফেলেন।  রায় এন্ড কোং এরপর উড়াল দেয় হলিউডের উদ্দেশ্যে। ১৯৬৭ সালের এপ্রিলে তারা আলোচনার টেবিলে বসেন ছবিটির সহযোগী প্রযোজক সংস্থা "কলম্বিয়া পিকচার্স"(Columbia Pictures) এ। কিন্তু কাজ শুরুর প্রাক্কালে কিছু জিনিস সত্যজিৎ কে সমস্যায় ফেলে দেয়। তিনি প্রচন্ড বিরক্ত হয়েছিলেন এটা দেখে যে, মাইক উইলসন তাঁকে বাদ দিয়ে স্ক্রিপ্ট এর গ্রন্থস্বত্ত্ব নিবন্ধন করান, অথচ সত্যজিৎ স্ক্রিপ্টটি দুজনের নামেই লিখেছিলেন।

শুধু তাই নয়, মাইক সত্যজিৎ এর স্ক্রিপ্ট ফি ও আত্মসাৎ করেন। আর এ সবই করেন সত্যজিৎ এর অগোচরে। পাশাপাশি কুটিল রাজনীতি এবং চলচ্চিত্র নিয়ে ব্যবসাঃ সত্যজিৎ এর প্রথম হলিউডি চলচ্চিত্র পরিচালনার আগ্রহের মাশুল নিতে শুরু করেছিল। ১৯৬৮ সালে সত্যজিৎ "দি এলিয়েন" প্রকল্প ছেড়ে দেন এবং কলকাতায় ফিরে এসে তাঁর নিজস্ব চিরচেনা পরিসরে পরিচালনার উৎসাহ নিবৃত্তির দিকে মনোনিবেশ করেন। কিন্তু ১৯৮২ সালে মুক্তি পায় স্পিলবার্গ এর E.T. the extra-terrestrial এবং এটা সত্যজিৎ কে আবার সেই "দি এলিয়েন" প্রচেষ্টার কথা এর মনে করিয়ে দেয়।

কোন মন্তব্য নেই

Popular Posts

Featured Post

টাইটানিক কি সত্যিই ডুবেছিলো!

  টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান White Star Line ১৯০৭ সালে ৩টি বিলাশবহুল সুপার লাইনার তৈরীর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ...

Blogger দ্বারা পরিচালিত.