কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান
কুড়িগ্রাম সদর উপজেলা:
কালীবাড়ি
পাংগা রাজ্যের কামান (বিডিআর গেটে অবস্থিত)
কালীরপট (দাসেরহাট)
কুড়িগ্রামের প্রাক্তন এসডিও ভবন
ধরলা ব্রিজ ও বাঁধ
উলিপুর উপজেলা:
উলিপুর জামে মসজিদ
পাঁচপীরের ৩ গম্বুজ মসজিদ
সাতদরগাহ জামে মসজিদ
বজরা জামে মসজিদ
কাজী মসজিদ (দলদলিয়া ইউনিয়ন, ১২১৪ হিজরী)
সিদ্ধেশ্বরী মন্দির
চণ্ডিমন্দির
দোলমঞ্চ মন্দির
শিববাড়ি মন্দির
গোবিন্দ জিউ মন্দির
চর রাজিবপুর উপজেলা:
বেহুলার চর
চিলমারী উপজেলা:
তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ (মুগল আমল)
কালী মন্দির ও শিব মন্দির
রমনা ঘাট।
নাগেশ্বরী উপজেলা:
ভিতরবন্দ জমিদার বাড়ির ধ্বংসাবশেষ
পায়ড়াডাঙ্গার দেবী চৌধুরাণীর মঠ
ফুলবাড়ী উপজেলা:
বিষ্ণু মন্দির
নাওডাঙ্গায় পরিত্যক্ত জমিদার বাড়ি ও মন্দির
ফুলসাগর
নাওডাঙ্গা জমিদার বাড়ি
ধরলা বাঁধ
ভুরুঙ্গামারী উপজেলা:
দেওয়ানের খামার জামে মসজিদ
পাটেশ্বরী বাজারের দক্ষিণ-পশ্চিমাংশে একটি পুরনো মসজিদের
ধ্বংসাবশেষ (মুগল আমলে নির্মিত)
ইন্দ্রপ্রসাদ দেব মন্দির
জয়মনির জমিদার বাড়ি।
রাজারহাট উপজেলা:
পাংগা রাজবাড়ি
ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি
কোটেশ্বরের শিবমন্দির
ফতে খা ও কালু খা নামে দুটি কামান (পাংগা রাজবাড়ি)
চান্দামারী মসজিদ ১৬০০ (মন্ডল পাড়া)
সিন্দুরমতি দীঘি
বেপারীপাড়া শাহী মসজিদ (মুগল আমল)
রৌমারী উপজেলা:
ঘোপের নীলকুঠির ধ্বংসাবশেষ
চাঁন্দমারী পর্যটন কেন্দ্র
.jpg)










কোন মন্তব্য নেই