Header Ads

কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান

 


কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান




কুড়িগ্রাম সদর উপজেলা:

কালীবাড়ি

পাংগা রাজ্যের কামান (বিডিআর গেটে অবস্থিত)

কালীরপট (দাসেরহাট)

কুড়িগ্রামের প্রাক্তন এসডিও ভবন

ধরলা ব্রিজ ও বাঁধ

 

উলিপুর উপজেলা:

উলিপুর জামে মসজিদ

পাঁচপীরের ৩ গম্বুজ মসজিদ

সাতদরগাহ জামে মসজিদ

বজরা জামে মসজিদ

কাজী মসজিদ (দলদলিয়া ইউনিয়ন, ১২১৪ হিজরী)

সিদ্ধেশ্বরী মন্দির

চণ্ডিমন্দির

দোলমঞ্চ মন্দির

শিববাড়ি মন্দির

গোবিন্দ জিউ মন্দির

 

চর রাজিবপুর উপজেলা:

বেহুলার চর

 

চিলমারী উপজেলা:

তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ (মুগল আমল)

কালী মন্দির ও শিব মন্দির

রমনা ঘাট।

 

নাগেশ্বরী উপজেলা:


ভিতরবন্দ জমিদার বাড়ির ধ্বংসাবশেষ

পায়ড়াডাঙ্গার দেবী চৌধুরাণীর মঠ

 

ফুলবাড়ী উপজেলা:

বিষ্ণু মন্দির

নাওডাঙ্গায় পরিত্যক্ত জমিদার বাড়ি ও মন্দির

ফুলসাগর

নাওডাঙ্গা জমিদার বাড়ি

ধরলা বাঁধ

 

ভুরুঙ্গামারী উপজেলা:

দেওয়ানের খামার জামে মসজিদ

পাটেশ্বরী বাজারের দক্ষিণ-পশ্চিমাংশে একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষ (মুগল আমলে নির্মিত)

ইন্দ্রপ্রসাদ দেব মন্দির

জয়মনির জমিদার বাড়ি।

 

রাজারহাট উপজেলা:

পাংগা রাজবাড়ি

ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি

কোটেশ্বরের শিবমন্দির

ফতে খা ও কালু খা নামে দুটি কামান (পাংগা রাজবাড়ি)

চান্দামারী মসজিদ ১৬০০ (মন্ডল পাড়া)

সিন্দুরমতি দীঘি

বেপারীপাড়া শাহী মসজিদ (মুগল আমল)

 

রৌমারী উপজেলা:

ঘোপের নীলকুঠির ধ্বংসাবশেষ

চাঁন্দমারী পর্যটন কেন্দ্র

কোন মন্তব্য নেই

Popular Posts

Featured Post

টাইটানিক কি সত্যিই ডুবেছিলো!

  টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান White Star Line ১৯০৭ সালে ৩টি বিলাশবহুল সুপার লাইনার তৈরীর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ...

Blogger দ্বারা পরিচালিত.